উদ্দেশ্য শুধু তুমি
আয়েশা সিদ্দিকা হ্যাপি
সম্ভবত পড়েছিলে লাল জামা
দাঁড়িয়ে ছিলে শুধু আমার অপেক্ষায়।
কোন অভিযোগ ছাড়া
আমি চুপিচুপি সেদিন দেখেছি সিএনজির আয়নায়
প্রথম দিনের মতো মুগ্ধতা ছিল চোখে
প্রতিবারের মতো খাওয়ালে হাতে
যত্ন করে আলতো ভাবে ময়লা সরালে মাথা থেকে।
হ্যাঁ, স্বীকার করছি -
আবারও প্রেমে পড়েছি
এক চোখে কয়েক হাজার বার আসক্ত হয়েছি
বহুবার কান্না করেছি
তবুও প্রার্থনাই রেখেছি।
হ্যাঁ, স্বীকার করছি -
আমি ইবাদত করি
উদ্দেশ্য শুধু এক তুুমি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.