মনিহার মনি, ঢাকা
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১ লাখ ও ৭৫ হাজার টাকা জমার বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ
বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন বিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের ১০,০০০ ও ৫০০০ টাকার পরিবর্তে যথাক্রমে ১,০০,০০০ ও ৭৫,০০০ টাকা নির্ধারণ সংশোধন করে পূর্বের অবস্হানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের নিকট রেজিষ্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শুধুমাত্র অনলাইনে নমিনেশন জমা দেয়ার বিধিও পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদ রাজা ও ফয়জুর রহমান বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের পক্ষে উক্ত নোটিশ প্রদান করেন।
৩ দিনের মধ্যে উক্ত বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.