উল্টাপুরান
সেন্টু রঞ্জন চক্রবর্তী
সবকিছু বদলিয়ে
বাকি আর আছে কই?
দিনকাল বদলে
চুন দিয়ে পাতে দই।
জ্ঞানীদের কাজ নেই
দেশ চালায় মূর্খ্যে,
কলমের জোড় নেই
কাজ করে তর্কে।
ভালো মানুষ ভালো নেই
অমানুষে করে রাজ,
বেশ্যারা সেজেগুঁজে
সতী সেজে করে কাজ।
এই হলো হালচাল
শেষ হয়না দুঃখের,
কোথাও কিছু ভালো নেই
কলিকাল মূর্খ্যের।
(আগরতলা ২৫/১০/২০২৪)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.