সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়হাট্রার কামালপুরে পরকিয়ার জেরে আলোচিত গৃহবধু রুমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উল্লাপাড়ার গয়হাট্রা গ্রামে’নিহত গৃহবধু রুমা খাতুননের মা খুশি খাতুন তার বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গত ২ বছর আগে উল্লাপাড়ার গয়হাট্রা কামালপুর গ্রামে বড় ভাবীর সাথে পরকিয়ার জেরে গৃহবধু রুমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্বামী আল আমিন হোসেন (৩০) সহ তার ভাই শফিকুল ইসলাম ৩৩,শহিদ (৫০) তফিজ (৩৪) রফিক (৩৭) ভাবী মরিয়ম সহ ১১ জনের বিরুদ্ধে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ করে নিহত রুমা খাতুনের মা খুশি খাতুন।
এঘটনায় গত ২ অক্টোবর উল্লাপাড়া মডেল থানা পুলিশ,এজহার ভুক্ত আসামীদের বাদ দিয়ে কোর্টে প্রতিবেদন দিলে,নিহত গৃহবধুর মা বাদীনি কোর্টে নারাজী দিলে বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। সংবাদ সম্মেলনে-নিহত রুমার মা’রুমা হত্যার ঘটনার সাথে জরিতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.