সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন করা হয়েছে । একদিন আগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম।
সদ্য দল ত্যাগ করা বিএনপির সাবেক পাঁচ বারের সাংসদ ও সাবেক উপ মন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীক পেলেও একদিনের ব্যবধানে প্রতীক পরিবর্তন করে তাকে কলার ছড়ি প্রতীক দেয়া হয়েছে । সাবেক দুইবারের সাংসদ ও সাবেক জাতীয় পার্টি নেতা স্বতন্ত্র প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধা কে প্রথমে সিংহ প্রতীক দেয়া হলেও পরে পরিবর্তন করে আপেল প্রতীক দেয়া হয়েছে।
এছাড়া আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো.আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটরগাড়ি( কার) প্রতীক। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন দলীয় প্রতীক গোলাপ ফুল।
আগামী ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উক্ত আসনে নির্বাচিত সাংসদ ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি দলীয় সিদ্ধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়ে যায়। পরে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়।
আসন্ন এ উপ-নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও শেষ পর্যন্ত ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.