মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় এ,কে,এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যেগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই ২৩ ইং খোশবাস উত্তর, দক্ষিণ ও আগানগর ইউনিয়নের লোকজনের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঢাকা বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং এ,কে এম আবু তাহের ফাউন্ডেশন এর যৌথ উদ্যগে এ চক্ষু চিকিৎসা আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এর পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম বরুড়া উপজেলায় পরিচালিত হচ্ছে।
এর আগে পয়ালগাছা ও ঝলম উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা টি অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্র ৩ টি ইউনিয়নের লোকজন অংশ গ্রহণ করেন।
রোগ নির্ণয় করে ঢাকা বসুন্ধরা আই হসপিটালে নিয়ে ছানি অপারেশন করা হয়। ইতিমধ্যে সহস্রাধিক রোগীর ছানি অপারেশন করা হয়েছে। প্রতিটি রোগী কে ঔষধ ও চশমা প্রদান করা হয়। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এ ব্যায় ভার বহন করেন।
আগামী তিন মাসের মধ্যে আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়, ভাউকসার প্রাথমিক বিদ্যালয় ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার এ চক্ষু চিকিৎসা সেবা টি অনুষ্ঠিত হবে। ছানি অপারেশনের প্রতিটি রোগী কে ঢাকা বসুন্ধরা আই হসপিটালে নিয়ে অপারেশন করা হবে। এ চক্ষু চিকিৎসা টি এলাকায় ব্যাপক সাড়া জেগেছে। মানবিক এ কাজটি সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সাধুবাদ জানিয়েছে। এ,কে,এম আবু তাহের বরুড়া উপজেলা থেকে ৩ বারের সংসদ সদস্য ছিলেন, তিনি বে- সরকারি প্রথম ব্যাংক ন্যাশনাল ব্যাংকের উদ্যেক্তা ও চেয়ারম্যান ছিলেন। একজন দানবীর হিসেবে তিনি বরুড়ার মানুষের মনে স্হান করে আছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.