এম. ডি. এন. মাইকেল
দীর্ঘ এক যুগ পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর উদ্যোগ দুটি যাত্রী চাওনি হকারদের দখল থেকে মুক্ত করে যাত্রীদের বিশ্রামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর হাবিবুর রহমান রাজধানী বাসিকে শতভাগ পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্য স্পট বাই স্পট সমস্যা সমাধানে মনোনিবেশ করেন। তারই ধারাবাহিকতায় অদ্য(২০/০৫/২০০৪খ্রিঃ) পুরানা পল্টন ইউবিএল ক্রসিং ও পল্টন কালভার্ট রোডের প্রবেশ মুখে ০২ টি যাত্রী ছাউনি দীর্ঘ এক যুগ ধরে হকারদের দখল থেকে উদ্ধার করেন।উক্ত উদ্ধার অভিযানে ডিসি মতিঝিল হায়াতুল ইসলাম খান ও ডিসি ট্রাফিক মোহাম্মদ মইনুল হাসান এর তত্বাবধানে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়।যাত্রী ছাওনি উদ্ধার অভিযানে আরো ছিলেন মোঃ শইমী ইমতিয়াজ এসি ট্রাফিক মতিঝিল জোন,মোহাম্মদ রাশেদ টি আই দৈনিক বাংলা মোড়,যাত্রী ছাউনি দুটি দখলমুক্ত করে শতভাগ ব্যবহার উপযোগী করা হয়।
উদ্ধার অভিযানের পর উক্ত যাত্রী ছাউনি দুইটি ব্যবহার করতে পেরে পথচারীরা অত্যন্ত আনন্দিত ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.