মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নব নিযুক্ত পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের পিপি নিযুক্ত হলেন বরুড়ার কৃতি সন্তান এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক।
৩০ অক্টোবর ২৪ ইং কুমিল্লা জেলা প্রশাসক কার্য্যালয়ে তিনি যোগদান করেন।
সে বরুড়া উপজেলার ঢেউয়াতলী গ্রামের কোব্বাত খানের ছেলে। এড, তৌফিক দীর্ঘদিন যাবৎ বরুড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.