রাজধানী মহাখালী হতে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ৩০ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বনানী থানাধীন মহাখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আরিফ আবেদীন @ জিসান (৪৪), ২। অনিক হোসেন (২৮), ৩। শাওন আহম্মেদ (২৭) ও ৪। মোঃ নাসিম খান (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি ল্যাপটপ ও ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডলার সংকটের কথা বলে, বিদেশ হতে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের জন্য বিদেশী কোম্পানী গুলোর ব্যাংক একাউন্টে এলসি/টিটির টাকা প্রেরনের নামে ভুয়া ব্যাংক স্লিপ প্রদর্শন এর মাধ্যমে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রতারণার মাধ্যমে ভুয়া বিল তৈরি করে প্রতারনা করে আসছিল। এছাড়াও তারা পরস্পর যোগসাজসে অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিল বলে জানায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.