পবিত্র মাহে রমজানে পথ অসহায় দরিদ্র অসচ্ছল রোজাদার ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে খাদ্য ঈদ সামগ্রী ও মাসব্যাপী সেহরি ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার মাসব্যাপী পৃথক কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর ১০৪ বছর পদার্পণ জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা স্মরণ সভা সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে ১৮ মার্চ /২০২৩ ইং সকালে রাজধানীর শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধার প্রজন্ম দৈনিক মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি। এতে প্রধান আলোচক ছিলেন বৃহৎ নোয়াখালীর গেরিলাযুদ্ধ আন্চলিক কমান্ডার চিত্র পরিচালক বীরমুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন। সংগঠনের প্রধান উপদেষ্টা মূখ্য আলোচক বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ভার্চুয়াল বক্তব্য রাখেন, রমজানের গুরুত্ব, সমাজ ব্যাবস্থায় সাধারণ মানুষজন গবেষক সংযম ধারক উল্লেখ করে স্বর্ণ যুগে ষ্মার্ট বাংলাদেশ ও পবিত্র মাহে রমজান পালনে আমাদের করনীয় শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার তাত্ত্বিক, শিকড় সন্ধানী লেখক ও গবেষক আচার্য মু,নজরুল ইসলাম তাজিজী, আলোক হিসেবে বক্তব্য রাখেন ওয়াল্ড মিডিয়া ক্লাবের সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক একুশের বানী সম্পাদক আশরাফ সরকার,দৈনিক শেষকথা সম্পাদক মোঃ ইউনুস সোহাগ, বাংলাদেশ জার্ণালিষ্ট ওয়েলফেয়ার ফোরাম সভাপতি মুহাম্মদ ওবায়দুল হক, রাজনৈতিক ব্যাক্তিত্ব আর এম জাফরুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট আলমগীর, আনিছুর রহমান দেশ ও এইচ এম এম ইরফানসহ আরো অনেকে। এ ছাড়াও বক্তব্য রাখেন তাছলিমা আক্তার,রোজারিও এলিজাবেথ বিউটি গোমেজ, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, ফারুক আহমদ মজুমদার, টিমুনীখান রিনো,পলাশ উদ্দিন, হাজী আবু কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদিন, স্বরুপা বেগম, মোঃ মোছলেম মিয়া, শেখ আবদুল কাদির কাজল,মোঃ নাছির উদ্দিনসহ আরো অনেকে। রমজান পালনে প্রতি বছরের ন্যায় রোজাদারদের সেহরী ইফতার বিতরণে অর্থ সংগ্রহ করার সাংগঠনিক কৌশলে বিত্তবানদের নিকট থেকে যে কোন দান অনুদান গ্রহণে ছায়ালিপি ১০হাজার টাকা,০৫ হাজার টাকা,০৩ হাজার টাকা, ০২ হাজার টাকা, ০১ হাজার টাকা,০৫শত টাকা, ০২ শত টাকা মূল্যমানের কাগজে নোট রশিদ কুপন নামে পৃথকভাবে উন্মুক্ত প্রদর্শিত করা হয়। মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাট করানো শেষে সংগঠনের উপদেষ্টা প্রয়াত বাদশাহ মিয়ার স্মরণ সভায় দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। এছাড়া ও বিত্তবান সহায়তায় ও দরিদ্রদের অনুদান কর্মসূচি ক্যান্সারজনিত রোগে আক্রান্ত বিথীকে নগদ অনুাদান প্রদান করেন সংগঠনের ত্রাণ কমিটি। সকল জেলা ও শাখা কমিটি মাস ব্যাপী রমজান পালনে সেহরী ইফতার বিতরণে স্বেচ্ছায় কাজ করার জন্য সম্মিলিত সিদ্ধান্ত নেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.