লাকসাম প্রতিনিধিঃ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমানের কারিগরি পরীক্ষায় লাকসাম উপজেলায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটোই কমেছে। প্রকাশিত ফলাফলে লাকসাম উপজেলার ৪৭টি বিদ্যালয় থেকে ৩৮২৯ পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৪২৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৮৬.০৩%। এবছর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় লাকসাম উপজেলার ২৪টি বিদ্যালয়ের ২৭৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৫৪৫ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৪ জন। পাশের হার ৯২.৪৮%। মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় ৮২৭ জন অংশ নিয়ে ৬৬৫ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের ২৫০ জন অংশ নিয়ে ২১৩ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। পাশের হার ৮৫.২০%। গত বছর এসএসসিতে ৩৩০০ পরীক্ষার্থী অংশ নিয়ে ৩২১১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৩৪ জন জিপিএ-৫ পায়। পাশের হার ছিল ৯৯.০৩%। দাখিল পরীক্ষায় উপজেলার ১৮টি মাদরাসা থেকে ৮৩৫ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৮০৮ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে জিপিএ-৫ পায় ৬১ জন । পাশের হার ছিল ৯৬.৭৭%। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে লাকসাম উপজেলার ৪টি বিদ্যালয় থেকে ২১৪ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ১৮৩ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে জিপিএ-৫ পায় ২১ জন। পাশের হার ছিল ৮৫.৫১%। এবার উপজেলার ৩টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করে। এরমধ্যে লাকসাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৪ জনে এবং ৫৮ জন জিপিএ-৫, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ২৩৪ জনে ৬১ জন এবং নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩৮ জনে ৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯ জনে ২৩২ জন উত্তীর্ণ, ৪১ জন জিপিএ-৫, পাশের হার ৯৮.৩১%, এ মালেক ইনস্টিটিউটের ১৪২ জনে ১৩৯ জন উত্তীর্ণ, পাশের হার ৯৭.৮৯%, ১৯টি জিপিএ-৫, আল আমিন ইনস্টিটিউটের ১৬৫ জনে ১৫৮ জন উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, পাশের হার ৯৭.৫৩%, অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪৫ জনে ৪২ জন উত্তীর্ণ, ১২টি জিপিএ-৫, পাশের হার ৯৭.৬৭%, জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১২১ জনে ১১৮ জন উত্তীর্ণ, পাশের হার ৯৭.৫২, ৭টি জিপিএ-৫, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ৮৫ জনে ৮২ জন উত্তীর্ণ পাশের হার ৯৬.৪৭, ১২টি জিপিএ-৫, দৌলতগঞ্জ গাজীপুরা কামিল মাদ্রাসার ১১১ জনে ৮৯ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮০.১৮%, ১০ জন জিপিএ-৫ লাভ করে। অন্যদিকে, ১৮টি মাদরাসা ও ৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ নেই। লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.