মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলার ৪৫ টি হাই স্কুল ও ৩০ টি মাদরাসা থেকে ৪ হাজার ৮ শো ২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১২৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
স্কুল ৪৫ টি মধ্যে ৩ হাজার ৫ শো ১৯ জন পরীক্ষা দিয়ে ৯৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাস করেছে ২ হাজার ১ শো ২ জন। পাসের হার ৫৯,৮৭।
৩০ টি মাদরাসা থেকে ১১ শো ৩৪ জন পরীক্ষা দিয়ে ২৪ জন জিপিএ ৫ পেয়েছে। পাস করেছে ৭ শো ৭৩ জন। পাসের হার ৬৮,১৭।
ভোকেশনাল ৫ টি প্রতিষ্ঠান থেকে ১৭৪ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাস করেছে ১৪৬ জন। পাসের হার ৮৭,৯০।
এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, নকল মুক্ত পরিবেশে এবারের এস,এস,সি পরীক্ষা বরুড়া উপজেলা করতে পেরেছি। শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ উপজেলার এস,এস,সি ও দাখিল পরীক্ষার ফলাফল আরো ভালো করবে আশা করছি। অভিভাবকদের কে অনুরোধ করবো শিক্ষার্থীদের কে পড়ার টেবিলে বসান। এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.