নিজস্ব প্রতিনিধিঃ
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এসএসসি নির্বাচনী পরিক্ষার ফরম পূরণে পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিতে বিদ্যালয়ে ছুটে যান সাংবাদিক নেতৃবৃন্দ।
শাহরাস্তি প্রেসক্লাব সূত্রে জানা যায়, আগামীর দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রেসক্লাব গৃহীত বিভিন্ন সমাজ হিতৈষী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর এসএসসি নির্বাচনী পরিক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদ বিএসসি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দফতর সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, শাহরাস্তিতে কর্মরত সাংবাদিকদের পক্ষে মোঃ হাসানুজ্জামান ও মোঃ আমিনুল ইসলাম, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফরিদ উদ্দিন মজুমদার প্রমুখ।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল জানান, প্রতিবছর আর্থিক দৈন্যতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। তাদের শিক্ষার পথ সুগম করতে প্রেসক্লাবের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীতে এ উপজেলায় সকলের অংশগ্রহণ ও সহায়তায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা শুন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.