মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লা বোর্ডে কুমিল্লা জেলার ১৭ উপজেলার এবারের এসএসসি পরীক্ষার গড় ফলাফলে বরুড়া উপজেলা প্রথম স্হান অধিকার করেছে।
বরুড়া উপজেলা পাসের হার ৯৮,২৭%, চান্দিনা উপজেলা ৯৭,১৭% দ্বিতীয় হয়েছে। আর্দশ সদর উপজেলা ৯৬,৬১% তৃতীয় ও সদর দক্ষিণ উপজেলা ৯৬,৮ % চতুর্থ হয়েছে।
এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী বছর বরুড়া উপজেলা কে শতভাগ পাস করানোর চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.