এ এক নতুন নরক
সেন্টু রঞ্জন চক্রবর্তী
তোমার আকাশে
আবারো সেই পুরানো শুকুন,
খামচে ধরেছে পতাকা
রক্তাক্ত শরীরে খুঁজে পশুবৃতির ঘ্রাণ।
তোমাদের চোখে
এখনো কি কুম্ভকর্ণের ঘুম?
নিস্তব্ধ নীরবতায়
মানুষেরা পাথর হয়ে যাচ্ছে নিয়ত।
এ বিপর্যয়ে
মানবতার শ্মশানে উড়ছে ধুয়া,
মানুষের মাংস পোড়া গন্ধ
বাতাস বইয়ে নিচ্ছে অজানা প্রান্তে।
এতবড়ো নির্মমতা
কোনোদিনও দেখেনি পৃথিবী আগে,
পাথর চাপা পরে আছে গর্বের সভ্যতা
কুঁকড়ে কাঁদে স্বপ্নের মাতৃত্ব।
এ এক নতুন নরক
কৌশলে গড়েছে বর্বরেরা,
আবারো রক্ত দিতে হবে
শুকুন তাড়িয়ে আকাশ মুক্ত করো তোমাদের।
(আগরতলা ০৮/০৯/২০২৪)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.