এ মৃত্যুপুরী আমার দেশ না
রক্তস্রোতে গড়ে উঠা এ রক্তিম ভূমি
আমার না,
অভুক্ত শিশুর কান্নায় যে আকাশ ভারী হয়ে থাকে
সে আকাশ আমার নয়,
মানুষেরা যেখানে ধর্ম দিয়ে সমাজ ভাঙে, উঠুন ভাগ করে, মানচিত্রে দাগ কাটে
সে সমাজ ও মানচিত্র আমার না।
ষোড়শীরা যেখানে নিয়ত ধর্ষিতা হয়
সম্ভ্রম হারিয়ে নিঃস্ব হয় অবলীলায়,
যেখানে মায়ের কান্না থামেনা
নির্মমতা যেখানের সংস্কৃতি,
বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে
সে আমার দেশ হতে পারেনা।
মহান সংসদে গিয়ে যারা অমানুষ হয়ে যায়
সাধারণের কথা বেমালুম ভুলে গিয়ে শুয়োরের চরিত্র ধারণ করে
তারা যে দেশে বসবাস করে সেটি আমার দেশ না,
জনবর্জিত লুটেরার হাতে যখন রাষ্ট্রের পবিত্র পতাকা তুলে দেয়া হয়
তখন
আমি অপমানবোধ করি,
যারা সংবিধানে হাত রেখে অঙ্গীকার করেও অঙ্গীকার ভঙ্গ করে
তাদের গা ছুঁয়ে যে বাতাস আসে
আমি তা আমার শরীরে লাগাতে চাইনা।
( Agartala 28/11/22)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.