প্রকৃতির গায়ে বাসন্তী বসন
আকাশে মেঘের খেলা,
পত্রপল্লব সবুজে সজ্জিত
অপরূপ জীবনের মেলা।
বাতাসের কোলে প্রকৃতি দোলে
মুখরিত মিষ্টি গান,
মনের মাধুরী মিশায়ে এ যেনো
চিরো নতুনের আহবান।
যেদিক তাকাই সবুজ পল্লবে
বাসন্তী রং ধরে,
এলো মনে হয় নতুন অতিথি
প্রত্যেকের ঘরে ঘরে।
সবার হৃদয়ে দিয়ে দিলো নাড়া
জেগেছে সবার প্রাণ,
প্রকৃতি মানুষে সকল সৃষ্টিতে
গড়েছে ঐকতান।
(আগরতলা 30.03.23)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.