এম তাজুল ইসলাম তারেক, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের ওয়েজখালী পূজা মন্ডবে বস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান রায়, সাধারন সম্পাদক বিমল বনিক, উপজেলা সভাপতি বিপ্রেশ বাপ্পি, সদস্য প্রনতি চন্দ্র দাস আনই উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন।
সুজিত দে, বিজিত দে ও লিঠন দে এর পিতার শান্তি কামনায় এই বস্ত্র দান করেন তিন ভাই।
বস্ত্র বিতরনে সভাপতিত্ব করেন
সুজিত দেব সভাপতি ওয়েজখালী সার্বজনিন দূর্গা পূজা মন্ডব কমিটি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.