মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়ার দড়িপাড়া এলাকায় শনিবার বাদ যোহর এই দোয়া মাহফিল করা হয়।
মুরাদনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি খন্দকার অনন্ত, উপজেলা ওলামা দলের সভাপতি মহিবুুল্লাহ, আব্দুল আউয়াল, নূর আলম, ইমরান, সেলিম, জুয়েল প্রমুখ।
আততায়ীর গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দড়িপাড়া শাহী জামে মসজিদের ইমাম কারী আবু হানিফ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.