নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে ২০ ডিসেম্বর শনিবার ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী এবং ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল।
বক্তারা তাঁদের আলোচনায় ওসমান হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁরা ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ওসমান হাদীর আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.