আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশনের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড রোবোটিক্স রিপোর্ট ২০২৫’-এ দেখানো হয়েছে যে, ২০২৪ সালে চীনের পরিষেবায় ব্যবহৃত শিল্প রোবটের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে, যা বিশ্বব্যাপী প্রথম স্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৪ সালে পরিষেবায় ব্যবহৃত শিল্প রোবটের বিশ্বব্যাপী সংখ্যা ৪.৬৬৪ মিলিয়নে পৌঁছাবে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ২০২৭ মিলিয়নে পৌঁছেছে।
আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশনের সভাপতি তাকায়ুকি ইতো বলেছেন, “চীনের উৎপাদন ভিত্তি আধুনিকীকরণের কৌশল অটোমেশন প্রক্রিয়ায় একটি নতুন মাইলফলক অর্জন করেছে। চীনের রোবটের মজুদ তিন বছরে দ্বিগুণ হবে, ২০২১ সালে এটি ১ মিলিয়ন ছাড়িয়ে যায় এবং ২০২৪ সালে তা ২ মিলিয়নে দাঁড়িয়েছে।”
প্রতিবেদনে আরও দেখানো হয়েছে যে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ৫ লাখ ৪২ হাজার নতুন শিল্প রোবট স্থাপন করা হয়, যা ১০ বছর আগের সংখ্যার দ্বিগুণেরও বেশি। চীন ২ লাখ ৯৫ হাজার নতুন রোবট স্থাপন করেছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি, তারপরে জাপান (৪৪ হাজার ৫০০), যুক্তরাষ্ট্র (৩৪ হাজার ২০০) এবং দক্ষিণ কোরিয়া (৩০ হাজার ৬০০) রয়েছে। আঞ্চলিকভাবে, বিশ্বব্যাপী নতুন রোবট স্থাপনের ৭৪ শতাংশ এশিয়ায়, ইউরোপ এবং আমেরিকা যথাক্রমে ১৬ এবং ৯ শতাংশ।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.