
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার কাউন্সিল ও শুরা অধিবেশন অনুষ্ঠিত।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় হোটেল মোটেল জোনে অবস্থিত হোটেল মিশুক সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা শাখার শুরা অধিবেশন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল পীর।
আবদুল আউয়াল বলেন, দেশের জনগণ ইসলামী আন্দোরনের পক্ষে এসেছে। সবাই এখন ইসলামী আন্দোলনের ব্যানারে আসতে চাই। গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই এখন আমাদের চেনে। জাতীয় সংসদ নির্বাচন, পৌর নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন হাত পাখা মার্কা নিয়ে অংশগ্রহণ করেছে। মানুষ আমাদেরকে ভোট দিয়েছে।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। জনগণ আমাদেরকে ভোট দিবে। আমাদের সজাগ থাকতে হবে। কেউ যেন ভোট কারচুপি করতে না পারে। আমাদের কর্মীদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। বসে থাকা যাবে। ইসলামের দাওয়াত দিতে হবে।
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাকী।
১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয় মাওলান মুহাম্মদ আলী, সহ-সভাপতি নির্বাচিত হয় মওলানা মুহাম্মদ আবুল হাসেম, মাওলানা মুহাম্মদ শুয়াইব মাওলানা আব্দুল গফুর নদীম, মাওলানা এআরএম ফরিদুল আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় রাশেদ আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক মালানা মুহাম্মদ ইসমাইলের নাম ঘোষণা করে কমিটি গঠিত করেন।
পরে প্রধান অতিথি নতুন কমিটি কে শপথ বাক্য পাঠদান করে মোনাজাতের মাধ্যমে ২য় অধিবেশন সমাপ্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.