কক্সবাজারে কর্মরত পেশাদার পরিবেশ সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় অস্থায়ী কার্যালয়ে পরিবেশ সাংবাদিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সবার সর্বসম্মতিক্রমে ইব্রাহিম খলিল মামুনকে সভাপতি এইচ এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ইরফান উল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে পরিবেশ সাংবাদিক ফোরাম কক্সবাজার এর কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ওসমান গণি, অর্থ সম্পাদক তারেক হায়দার, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং নির্বাহী সদস্য করা হয়েছে ইসলাম মাহমুদকে।
উল্লেখ্য, সভায় আগামী তিন মাসের মধ্যে অন্যান্য পদগুলো পূরণের সিদ্ধান্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.