নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
বুধবার (৮ মার্চ) সকাল ১১টার সময় কক্সবাজার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতেই এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বেলুন এবং ফেস্টোন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এসময় কানিজ ফাতেমা বলেন, এখন নারীদের সামনে এগিয়ে আসার সময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন নারী ক্ষমতায়নে। সুতরাং নারীদের পিছিয়ে থাকলে চলবে না।
তিনি আরো বলেন, আমরা নারীরা এখন সবজায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা এখন পুরুষের পাশাপাশি সংসারের অনেক দায়িত্ব পালন করছি। সরকারও নারীদের সবজায়গায় অগ্রধীকার দিয়েছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা রহমান সহ অনেকে।
এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.