সোমবার (০১ মে) সকাল ১০টার সময় "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
কক্সবাজার জেলার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, দেশের যতই কাজ হয়, সকল কাজ শ্রমিকরা করে থাকে। আমরা শ্রমিকের উপর নির্ভরশীল। শ্রমিকরা কাজ করে বলেই আমরা শান্তিতে আছি। দেশের সকল শ্রেণির সকল শ্রমিকদের জন্য অন্তত আজকের দিনটাতে সবার কিছু না কিছু করা উচিত।
এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, কক্সবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কক্সবাজারের উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শিপন চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ কক্সবাজার জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.