আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
মৃত্যু কখন আসে বলে কয়ে আসে না। সবাই চাই সুন্দর ভাবে মৃত্যু হোক। ভাগ্যের চাকা খারাপ হলে, মৃত্যু স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৭টার সময় কক্সবাজার পৌরসভার আওতাধীন ১নং ওয়ার্ড নাজিরারটেক ঝাউবাগান এলাকায় অপরিচিত এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পান বাসিন্যা পাড়ার জেলে আবুল হাশেম।
আবুল হাশেম জানান, সকালে সে মাছ ধরতে জাল নিয়ে নাজিরারটেক জিরো পয়েন্টে যাচ্ছিল ঝাউবাগান এলাকা দিয়ে। যাওয়ার পথে সে দেখতে পায় বোরকা পড়া এক অজ্ঞাত মহিলা পড়ে আছে। সে কাছে গিয়ে দেখতে পায় মহিলাটির কোন সাড়া শব্দ নেই। তখন সে ফিরে গিয়ে এলাকার লোকজনকে বললে, তখন মুহুর্তের মধ্যে অজ্ঞাত লাশের খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, তিনি খবর পেয়ে লাশ দেখতে এসে কক্সবাজার সদর মডেল থানায় মুঠোফোনে অজ্ঞাত মহিলার লাশের খবরটি জানান।
দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রশাসন লাশের স্থানে পৌছান।
তিনি আরো জানান, চেষ্টা করে দেখছি ও বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে চাইতেছি লাশটি কোথা থেকে এসেছে এবং আমাদের এলাকার কিনা তা তদন্ত করে দেখেছি।
কক্সবাজার সদর মডেল থানার অপরেশন ওসি নাজমুল হক জানান, আমরা খবর পেয়েছি। এখনও পর্যন্ত লাশের ব্যাপারে জানিনা। কে বা কারা মেরে ফেলে রেখেছে নাকি নিজে নিজে আত্মহত্যা করেছে কিনা তা ফরেন্সি বিভাগের লোকজনের তদন্তের পরে জানতে পারব।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ফরেন্সি বিভাগের লোকজন তদন্ত কাজ শেষ করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.