আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পৌরসভা এলাকায় অবস্থিত পৌর প্রিপ্যারটরি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এসময় তিনি বলেন, সফলতা ব্যর্থতা থাকবে, আমাদের একটা সম্পদ আছে, আমাদের একজন নেতা আছেন তিনিই শেখ হাসিনা, হাসি কান্নার প্রতীক তিনি। অভিবাদন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বিএনপি অযোগ্যদের দল। অশিক্ষিত মহিলা প্রধানমন্ত্রী হলে অনেক আগেই বাংলাদেশ শ্রীলংকা হয়ে যেতো, প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ এখনো মাথানত করেন নাই।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রামু-কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান বক্তা মেয়র মুজিব বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হটাতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এবং আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষ্যে জনসভা সফল করার আহব্বানও জানানো হয়।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মাহমুদুল করিম মাদু।
শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক টিপু সোলতান ও সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরি, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরসহ অনেকেই।
বিকেলে দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠানে সদর উপজেলার ৫টি ইউনিয়নের ২৪৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টীম। এতে সভাপতি পদে দুইজন যথাক্রমে সম্মেলন আহবায়ক সাবেক ছাত্রনেতা মাহমুদুল হক মাদু ও যুগ্ম আহবায়ক ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সোলতান। এবং সাধারণ সম্পাদকে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে সম্মেলন সিঃ যুগ্ম আহবায়ক সাবেক খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা, ও দিদারুল আলম।
এদিকে কেন্দ্রিয় নেতা ও জেলা আওয়ামী লীগের নেতারা ফলাফল ঘোষনা দেন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহামুদুল হক মাদু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ রেজাউর রহমান রেজা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.