শফিউল হক রানা, কক্সবাজার জেলা
কক্সবাজারের ঐতিহ্যবাহী সামরাই খালের পুর্বের রূপ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী। তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, সংস্কার পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ সহ দূষণমুক্ত কার্যক্রম শুরু করেছেন।
কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার মল্লিক পাড়ায় গিয়ে কাউন্সিলার ও স্থানীয়দের সাথে নিয়ে এই পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন। সেই সাথে সাংবাদিকদের মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আর, এস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে। এসময় সাথে ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটা একটা অসাধারণ উদ্যোগ।
এক সময় এই খালে বয়ে যেতো অজস্র পানির স্রোত খালের কিনারায় ভিড়তো শত শত জাহাজ ও ট্রলার। আবর্জনা ও খাল দখল করে বসতবাড়ী নির্মাণের ফলে ৬০ ফিটের অধিক দৈঘ্যের খালটি পরিণত হয়েছে ছোট্র নালায়। যেখানে অল্প বৃষ্টি হলেই খালে বাঁধ পড়ে পানি চলাচল বন্ধ হয়ে বন্যায় পরিণত হয়। ফলে দূর্ভোগের যেনো অন্ত থাকে না স্থানীয়দের। সেই সাথে মেয়র দক্ষিণ রুমালিয়ার ছড়া সড়ক পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.