সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামে। ধর্ষণের চেষ্টাকারী ইমাম আব্দুল মান্নান (৬০) চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
জানা যায়, উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর পাঞ্জা খানা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন আব্দুল মান্নান। শুক্রবার সকাল ১১টার দিকে ওই গ্রামের বেপারী বাড়ির আল-আমিনের ১১ বছর বয়সী কিশোরী কন্যাকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করার জন্য মসজিদে নিয়ে আসে। একপর্যায়ে ইমাম কিশোরীকে ঝাঁপটে ধরে মসজিদের ভিতরে ধর্ষণ চেষ্টা করে। কিশোরীর ডাক চিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসে। ছুটে এসে ইমামকে আটকিয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় কিশোরীর মা খাদিজা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং- ১/৩৮।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, ধর্ষণের চেষ্টাকারী ইমাম আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তাকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.