অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) আনুমানিক ১.১৫ মিনিটের সময় একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ১ শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় একাধিকবার সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালে এর কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার শিকার সাংবাদিকরা হলেন - দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন(২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ(৪৪), জে টিভির মুন্না শেখ(২৫),দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন(৩৭)।
এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২/১৩ জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.