স্টাফ রিপোর্টার
বুধবার বিকালে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা, এর এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড, কড়াইয়া সাকিনস্থ বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর হতে ছাত্রলীগের এক নেতাকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ আটক করেছে। তার নাম ইব্রাহীম মিয়া প্র: দূরন্ত ইব্রাহীম(২৮)।
সে জেলার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন এর বাসাবাড়িয়া গ্রামের (সেলিম মেম্বার বাড়ীর) অধিবাসি। এছাড়াও সে ছাত্রলীগের কচুয়া বঙ্গবন্ধু কলেজের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।তার বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনির ১৪(ক) ধারার অপরাধে কচুয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.