মো: সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ায় নুরুল হক নামে এক হকার ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামের জাহাঙ্গীর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যার কান্ড জড়িত গ্রাম পুলিশ জালাল উদ্দিন নামে একজনকে প্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ। নিহত ওই গ্রামের খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে। আটককৃত জালাল উদ্দিন একই গ্রামের হযরত আলীর ছেলে।
নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, আমার স্বামী নুরুল হককে বাড়ির থেকে রাত ১০টার সময় গ্রাম পুলিশ জালাল উদ্দিন ডেকে জাহাঙ্গীর খলিফার বাড়িতে নিয়ে গেলে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলী চাপাটি ও রামদাও দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। আমার স্বামীকে হত্যার করার সময় জাহাঙ্গীর আলমসহ অনেকে ওই খানে ছিলো। আমার স্বামীর হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
নিহতর ভাই আল-আমিন ও মহাসিন জানান, আমার ভাই নুরুল হক একজন ভালো মানুষ ছিলেন। শুকুর আলী, জাহাঙ্গীর আলম, জালাল সহ একদল সন্ত্রাসী বাহিনী আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ড জড়িত ১ জনকে আটক করা হয়েছে। মূল আসামি শুক্কুর আলীসহ যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.