চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় জোবায়ের আহমেদ সিহাব নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সে উপজেলার নিহত সিহাব হাসিমপুর মিয়ার বাজার মাতৃছায়া কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেনীর ছাত্র ছিল। শিহাব তালতলী গ্রামের মো: আক্তার হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার জোবায়ের আহমেদ সিহাব সাইকেলে চড়ে রহিমানগর বাজারে তার বাবার দোকানে যাওয়ার সময় নাউলা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
নিহতের চাচা মো: আমির হোসেন জানায়, স্থানীয় লোকজন সিহাবকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে রহিমানগর বেসিক এইড হসপিটালে নিয়ে যায়। সিহাবকে কেউ চিনতে না পেরে তার ছবি ফেসবুকে পোস্ট করে। সিহাবের জেঠা ডা: মো: বদিউল আলম সাচারে কর্মরত কালীন ফেসবুকের মাধ্যমে জানতে পেরে বাড়িতে জানায়। তখন তার চাচা আমির হোসেন দ্রুত হাসপাতালে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় পায়। কর্তব্যরত ডাক্তার আব্দুল কাদের জানায় তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার চাচা মো: শরীফ হোসেনের শরীর থেকে রক্ত কালেকশন প্রক্রিয়াধীন অবস্থায় সিহাব শেষ নি:শ্বাস ত্যাগ করে।
বাদ এশা তালতলী দক্ষিন পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরের স্থানে দাপন করা হয়। এ সময় আলেম ওলামাদের সাথে ১০ নং গোহট (উ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হোসেন, ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো: আব্দুল গনি পলাশ, সমাজ সেবক ডাক্তার মো: শাহাদাত প্রধান, সমাজ সেবক মো: নাসির মাহমুদ, ব্যাংক কর্মকর্তা মো: নাদের শাহ, সাবেক মেম্বার মো: আলী আকবর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.