মোঃ সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
‘বন্ধুর বিপদে বন্ধু সবসময়’ এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে এ প্রথম কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ে মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২২ বছর পর একত্রে মিলিত হয়ে আনন্দ উল্লাস ও স্মৃতিচারণে মেতে উঠেন। এ সময় তাদের মধ্যে লক্ষ্য করা যায় তারা যেন ফিরে গেছে সেই পুরনো স্কুল জীবনে উদ্দীপনায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মো. ইলিয়াছ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শারফিন হোসেন, সাংবাদিক আতাউল করিম ও বিশিষ্ট শিক্ষানুরাগী জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বোরহান উদ্দিন, শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম, লুৎফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, জেসমিন আক্তার, সাবেক শিক্ষক মো. নাজমুল, নারায়নগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম রুবেল, গোলাম রাব্বানী, সাখাওয়াত হোসেন জুয়েল, বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় এই বিদ্যালয় থেকে ২০২৪ ব্যাচে জিপিএ ৫ পাওয়া ১০ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.