মো: সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ মোঃ জাহিদ হোসাইন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। গত (৮ জানুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত একপত্রে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মর্কর্তা ও কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন জানান।
ডা. মো. জাহিদ হোসাইন স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ঢাকা ও সংযুক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএমও) পদে পদোন্নতি লাভ করেন। ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো. জাহিদ হোসাইন উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি মেডিসিন, মা ও শিশু, চর্ম, যৌন, বাত, স্ট্রোক, প্যারালাইসিস, লিভার, কিডনী ডায়াবেটিস রোগের চিকিৎসক হিসেবে উপজেলাব্যাপী ভালো মানের সেরা ডাক্তার হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত আরএমও ডা. মো. জাহিদ হোসাইন এক প্রতিক্রিয়ায় বলেন, উন্নত চিকিৎসা সেবা দেওয়াই আমার প্রদান লক্ষ্য। এই উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার উন্নয়ন কল্পে যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবো।
হাসপাতালে চিকিৎসা সেবা বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রমে ব্যবস্থা গ্রহন করবো। সততা ও নিষ্ঠার সহিত আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি তাই সকলের সহযোগিতা ও দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.