মো: সালাউদ্দিন সোহাগ,
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়া পৌরসভাধিন ঢাকা- কচুয়া সড়কে (বিশ্বরোড এলাকায়) ময়লা পেলে সড়ক দখল ও পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে করে সড়ক এলাকার আশে- পাশের বাড়ি-ঘরে বসবাসের জন্য অনুপযোগি হয়ে পড়েছে।স্তুপকৃত ময়লার দরবি:সহ দুর্গন্ধে এলাকার মানুষ দু:সহ জীবন পার করছেন। পথচারিরা নাক- মুক চেপে চলাচল করছে। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলেও কতৃপক্ষের চরম উদাসিনতা লক্ষ্য করা গেছে। তাই এ বিষয়ে স্হানীয় সাংসদ সহ কচুয়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.