মো: সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন হাতুড়ে চিকিৎসককে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কচুয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
সনদ বিহীন চিকিৎসা করায় ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে জন ক্যলাণ ফার্মেসী (বইল্লার ডাক্তার) হাতুড়ে চিকিৎসক মো. কবির হোসেনকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া মেডিকেল সেন্টারের মালিক হাতুড়ে চিকিৎসক রিপন চন্দ্র পালকে ২০ হাজার টাকা ও মনোয়ারা ফার্মেসীর মালিক হাতুড়ে চিকিৎসক গনেশ চন্দ্র সেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. জাহিদ হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহসহ থানা পুলিশ অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, চিকিসৎসক হিসেবে তাদের সনদ না থাকা স্বত্বেও তারা নিজ নামে প্রেসক্রিপশন তৈরি করে নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক ঔষধ লেখার নিয়ম না থাকা স্বত্বেও তারা কারনে অকারনে এন্টিবায়োটিক ঔষধ লিখে অপ-চিকিৎসা দিয়ে আসছে এমনি অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.