মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদিতে নিজের শিশু সন্তানকে নির্মমভাবে মারপিট করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পাষাণ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, গত ১৭ এপ্রিল উপজেলার বাগরাইট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইকবাল তার পাঁচ বছর বয়েসী মেয়েকে নির্মমভাবে মারপিট করে, এবং এসময় ভিডিও ধারন করে শিশুটির সৎমা। শিশুটি নির্যাতনকারি ইকবাল হোসেনের প্রবাসী প্রথম স্ত্রীর সন্তান। গত দুইদিন ধরে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে, বাবা গা ঢাকা দেন। বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় আজ বুধবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু বাদি হয়ে কটিয়াদি থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বাবা ইকবালকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে, আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার সাথে জড়িত সৎমাকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.