কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী ৪ং চান্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে ঈদুর ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮:৩০ হইতে চাউল বিতরন করা হয়। গরিব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাউল বিতরন করা হয়।৪ং চান্দপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের গরিব অসহায়দের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়। ৪ং চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান মাফুজ। ইউনিয়নের পরিষদের চাউল বিতরনের সময় উপস্তিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হেলালউদ্দীন, মানিকখালী বাজারের সমাজসেবক বাবুল মিয়া, মুজিনুর মেম্বার, বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের আনিছুল হক এবং ইউপি সদস্যরা।
সামনে ঈদুর ফিতর উপলক্ষে ১০ কেজি করে চাউল দেওয়াতে মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। আরো ধন্যবাদ জানাই ৪ং চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। তিনি চাউল বিতরনের সময় সকলের উদেশ্যে বলেন আমার ইউনিয়নে কোনো দুর্নিতি চলবেনা না, অপরাধ চলবেনা প্রতিবারের মতই নিজে থেকে গরিব দুখিদের মাঝে বাংলাদেশ সরকারের অনুদান গরিব দুখিদের মাঝে বিলিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.