মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালীতে ২৮ মে (রবিবার) সকালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় "কৃষি যন্ত্র প্রদর্শন ও কৃষক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও শাহ মোহাম্মদ শাহান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী - পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
আর এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল সাত্তার, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্প, কৃষিবিদ মুকশেদুল হক, উপজেলা কৃষি অফিসার,কটিয়াদী।
এতে আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা, আঃ হাই, বীরমুক্তিযোদ্ধা হান্নান, ফেরদৌস মিয়া, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড.সৈয়দ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান প্রমুখ।
ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক দল,একতা সঞ্চয়ী সমিতি, ডি এ ই কৃষক দলের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সমাবেশটি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.