মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪ নং চান্দ্পুর ৩ নং ওয়ার্ড চান্দপুর গালিমখারবাগ (গাউছিয়া পাড়া) গাউছুল আযম আয়মন্নেছা মসজিদ কমপ্লেক্স এর চাদ ঢালাইয় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যোহরের নামাজের পর শুভ উদ্বোধন করেন ক্বারী মোঃ শহিদুল হক খোকন সরকার, হাজী মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, আমেরিকার প্রবাসী, আবদুল কাদের সবল চান্দ্পুর ইউনিয়ন সমাজ সেবক, মোঃ হারুন, মোঃ জাহার মিয়া কুড়ের পাড় মোঃ হানিফা ভূঁইয়া কোনাপাড়া, মোঃ আলম মোঃ গিয়াস উদ্দিন, মোঃ লাল চাঁন মিয়া, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আলী আহমদ, , মোঃ আব্দুর রহিম, মোঃ সবুজ মিয়া, মোঃ রফিক মিয়া। এবং চান্দপুর গালিম খার বাগের মুসল্লিগণ উপস্থিত ছিলেন
গাউছুল আযম আয়মন্নেছা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আব্দুল আল রোমান পরে সকল মুসল্লিগণ কে নিয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.