মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫’ উদ্বোধন উপলক্ষে শনিবার (১০ই মে) সকাল ১১টায় কটিয়াদী ০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিস এর উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমান আলীর সভাপতিত্বে মাস্টার নিয়াজ মোহাম্মদ খুররুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সেক্রেটারি মো: মাহবুবুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মো: ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা,কামরুল নাহার, নুরুল আমিন প্রমুখ শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের হাতের লেখা, চিত্রাংকন ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য– মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.