মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধানক্ষেত থেকে স্মৃতি আক্তার (২২) নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৩ জুলাই সকালে কটিয়াদী উপজেলার হালুয়া পাড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত স্মৃতি আক্তার (২২) কটিয়াদী পৌর এলাকার হালুয়া পাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে। তিনি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।
জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী মোঃ আমিন প্রবাসে থাকেন। তাই গৃহবধূ তার বাবার বাড়িতে হালুয়া পাড়াতে থাকতেন। বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সর্বশেষ ফোনে কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা প্রবাস থেকে পাঠিয়েছেন স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসূয়াতে যাওয়ার জন্য। রাতে শ্বশুর বাড়ির যাওয়ার উদ্দেশে রওয়ানা হন স্মৃতি।
এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তখন কটিয়াদী মডেল থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। এবং খবর পেয়ে
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুকুর বা শেয়ালের কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.