মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর ব্যাটারি চালিত বিভাটেক রিকশাচালক আব্দুর রশীদ (৩৮)-এর ক্ষতবিক্ষত মৃতদেহ শুক্রবার ভোরে পার্শ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত রশীদ বৃহস্পতিবার বিকেলে রিকশা নিয়ে বের হওয়ার পর গভীর রাতে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অত্যন্ত মর্মান্তিক অবস্থায় উদ্ধার হওয়া এই শ্রমজীবী যুবকের মাথায় ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং তাঁর চোখ ওপড়ানো ছিল। ঘটনাস্থলের সামান্য দূরত্বে তাঁর বিভাটেক রিকশা ও মাছ ধরার বরশী পাওয়া যাওয়ায় স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে। বেলাবো থানার (তদন্ত) অফিসার নাসির উদ্দিন জানান,পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.