কিশোরগঞ্জের কটিয়াদীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কটিয়াদী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে মদিনা খেজুর ঘরকে ২০ হাজার টাকা, এক্সপোর্ট গ্যালারিকে ডুপ্লিকেট স্টিকার লাগিয়ে পোশাকের মূল্য বৃদ্ধি করে ১৩০০ টাকার পণ্য ২২৫০ টাকায় বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় পারভেজ ফল ভান্ডারকে ৩ হাজার টাকা এবং জাকির ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন,কটিয়াদী পৌর এলাকায় বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত পোশাকের মূল্য বাড়ানো যাবে না
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.