মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া বাসস্ট্যান্ডের পাশে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আলী আকবর (১৪), পিতা ফারুক আহমেদ, এবং জুনায়েদ (১২), পিতা ফেরদৌস আহমেদ। আলী আকবর ঘটনাস্থলেই প্রাণ হারান, আর গুরুতর আহত জুনায়েদকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়, তবে পথেই তার মৃত্যু হয়।
আলী আকবর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং জুনায়েদ ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতদের সহপাঠীরা প্রায় ২-৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মধ্যপাড়া থেকে দুই-তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাইদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ওসি তরিকুল ইসলাম জানান, "দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, "আমরা উজান-ভাটি বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাস মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এবং দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং এই ধরনের দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দাবি তুলেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.