মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকায় অভিযান চালিয়ে একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে বাট্টা হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শরীফ (৪০)-এর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শরীফের বাড়িতে প্রবেশ করে তিনজন ব্যক্তিকে পালানোর চেষ্টাকালে দু'জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মনির হোসেন (২৬) ও মোঃ শরীফ (৪০), দুজনেই পূর্ব মন্ডলভোগ গ্রামের বাসিন্দা।
পরে মনির হোসেনের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে কোনো দেশের তৈরি বা মডেল নম্বরের উল্লেখ ছিল না। গুলির গায়ে ইংরেজিতে "7.65 BT 14 S&B" খোদাই করা ছিল।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা পলাতক আসামী সাদেক হোসেনের (৩৬) সহায়তায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের পরিকল্পনায় সেখানে জড়ো হয়েছিল।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন,
আটককৃতদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় The Arms Act 1878 এর 19A ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.