মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্থপল্লী নামাপাড়া গ্ৰামের স্বর্গীয় বাবু মহাশয়ের বাড়িতে কালী মন্দির উত্তম মন্দিরে প্রতিদিন দূরদূরান্ত থেকে আগত পূজারী বিন্দর উৎসব গ্রহণের নিয়মিত পূজা করতে আসতেন অর্চনা হয় বহুদিন পূর্বে মন্দিরটি নিয়মিত হওয়ার বর্তমানে জরাজীন অবস্থায় পতিত হয়েছে বর্ষা মৌসুমে জরাজীর্ণ মন্দিরটিতে পূজার আয়োজন করানো হয় কিন্তু ওই মন্দিরের সামনে থেকে নেতৃত্ব ভাবে তাদের মধ্যে উন্নয়ন হচ্ছে না বলে জানিয়েছেন এলাকার হিন্দু ধর্মীয় প্রতিবেশীরা ও অন্যান্য হিন্দু ধর্মীয় মানুষ বলেছেন অনেক সুন্দর ভাবে যাতে এ মন্দিরটির উন্নয়ন হয় প্রধানমন্ত্রীর নজরে যাতে আসে এই আকুল আবেদন জানাই মানুষগুলি ওই মন্দিরে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ সরকার বলেন আমার গ্রামের ভিতরে একটি মন্দির বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন মন্দিরটি ভালো পরিদর্শন করানো হয় যাতে এই আশাবাদী গ্রামবাসী সাধারণ সম্পাদক অজয় চন্দ্র সরকার প্রতিভারের মতো উৎসব করতে ধর্মীয় পূজা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের সুখ সুবিধা যাতে দিতে পারে এ আকুল আবেদন বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আকুল আবেদনজানান পানির সুব্যবস্থা নেই এবং বসার ব্যবস্থা নেই অতএদূরান্তের মানুষ গুলি সুখ সুবিধা পাচ্ছে না বলে এলাকাবাসীর দাবি।
https://youtu.be/DlqfOUofGZ8
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.