মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভূয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে মোঃ আল আমিনের বাসায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপড় সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়।
পরে কটিয়াদী মডেল থানার পুলিশ গিয়ে ভুয়া ডিবি পুলিশ কে আটক করেন। আটক কৃতরা হলেন কুরিগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ৬ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ।বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ও পরবর্তী আইনের ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.