মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নের মধ্য বাট্টা গ্রামের বাসিন্দা মোঃ জুনায়েদ মোল্লা ১৬০ টাকা কেজি করে বয়লার মুরগি বিক্রি করছেন।
তিনি তার নিজের বাড়ী পাশে ৭ বিঘা জমির মধ্যে বয়লার মুরগির ফার্ম তৈরি করেন ২০১০ সালে। এই ফার্মটি দিয়ে বেশ লাভবান ছিলেন। এ সময় দৈনিক মুক্তির লড়াই সংবাদ কর্মীকে বলেন, ব্রয়লার মুরগি ফার্ম দিয়ে ২০২৩ সালে। তখন ভালো লাভবান ছিলাম। ২০২৪ সাল এবছর ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে আশায় বয়লার মুরগী ফার্ম নষ্ট হয়ে যায়। মুরগি গুলি বড় হয়ে যায় তাই পাইকারি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারছে না বলেও জানান। মোঃ জুনায়েদ মোল্লা আরো বলেন, বয়লার মুরগি গুলি বিক্রি করতে হয় পাইকারি ভাবে গ্রাহকদের কাছে এক কেজির ওজনের মধ্যে, এখন পচন্ড গরম থাকায় গ্রাহক মুরগি কিনতে আসে না। এই ব্রয়লার মুরগি গুলি হয়েছে দুই থেকে আড়াই কেজির মত, তাই এবারে বয়লার মুরগির চালান আমার ২ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে ধারণা করছেন মোঃ জুনায়েদ মোল্লা। করগাঁও ইউনিয়নে মাইক প্রচার করে বয়লার মুরগি গুলি বিক্রি করছি ১৬০ টাকা কেজি করে। মাইক প্রচার শুনে করগাঁও ইউনিয়নের ও মানিক খালী অনেক গ্রাহক মুরগি নিতে আসেন আমারে ফার্মে খুচরা। এসময় মধ্য ভাট্টার একজন গ্রাহক আসেন মুসাৎ বৃষ্টি আক্তার সংবাদ কর্মী কে বলেন, করগাঁও ও মানিক কালী বাজারে বয়লার মুরগি দোকানে বিক্রি করছে তারা ২২০ টাকা কেজি করে এবং আমরা বাট্টা বয়লার মুরগি ফার্ম থেকে পাচ্ছি ১৬০ টাকা কেজি করে তাই আমি ১৩ কেজি নিতে আসলাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.